বুধবার, ৭ মার্চ, ২০১২

পদত্যাগ করলেন আকরাম খান

॥রামু নিউজ ডেস্ক॥ পদত্যাগ করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক আকরাম খান। বুধবার সকালে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। দল নির্বাচনে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের ক্রমাগত হস্তক্ষেপের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। প্রধান নির্বাচক পদত্যাগ করলেও বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন তাদের পদেই থাকছেন। এশিয়া কাপের জন্য দল নির্বাচন নিয়ে টানোপোড়েনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করছেন বলে জানা গেছে। এশিয়া কাপের দল নির্বাচন করে বোর্ড সভাপতির অনুমোদনের জন্য জমা দিয়েছিলেন নির্বাচকত্রয়। কিন্তু বোর্ড সভাপতি সেই দল অনুমোদন করার বদলে তাতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন। এর প্রতিবাদে প্রধান নির্বাচক আকরাম খান গত পরশুই বলেছিলেন, এটা আমাদের দল নয়, আমরা যে দল নির্বাচন করেছিলাম, সেটি বদলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এব্যাপারে করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। সেখানেই নিজের পদত্যাগের সিদ্ধান্তটি নিয়ে ফেলেন আকরাম খান। পদত্যাগের কারণ হিসেবে স্বাধীনভাবে কাজ করতে না পারার কথা উল্লেখ করেন আকরাম খান। বুধবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে আকরাম বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। সে কারণেই এ সিদ্ধান্ত নিয়েছি। আসলে কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারিনি। কাজে সব সময়ই হস্তক্ষেপ করা হয়েছে, যোগ করেন তিনি। এজন্য একবার নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানোর দাবি তুলেছিলেন, সেকথাও মনে করিয়ে দেন আকরাম। সকাল সাড়ে এগারোটার দিকে বিসিবির ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খানের হাতে পদত্যাগপত্র জমা দেন আকরাম। নির্বাচক কমিটির অপর দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম। গত সোমবার এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণার পর বোর্ডের সঙ্গে প্রধান নির্বাচকের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। আকরাম যে আর থাকছেন না, তার আভাস পাওয়া গিয়েছিল মঙ্গলবারই। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এই দল আমাদের নয়। পরে বিসিবি তাদের ব্যাখ্যায় জানায়, সুস্থ থাকলে তামিমও থাকবেন দলে। তার জন্য বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ও ফিজিও বিভব সিংয়ের ছাড়পত্র লাগবে। আকরাম বলেছেন, তাদের প্রতিবেদনের ভিত্তিতেই তামিমকে দলে রেখেছিলেন তারা। আকরামের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন দুই সাবেক প্রধান নির্বাচক রফিকুল আলম ও ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ ক্রিকেট দল নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয়। তবে সর্বশেষ যেটি হলো, সেটি অভূতপূর্ব। এশিয়া কাপের দল ঘোষণার পর প্রধান নির্বাচক আকরাম খান বলে দিয়েছেন, এটি নির্বাচকদের দল নয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটিকে অশনিসংকেত হিসেবেই দেখছেন ফারুক বলেন, আমি যে খুব অবাক হয়েছি, তা নয়। নির্বাচক কমিটির কাজে হস্তক্ষেপের কথা তো অনেক দিনই শুনে আসছি। নির্বাচকদের ওপর খবরদারি করার জন্য যখন টেকনিক্যাল কমিটি করা হলো, তখনই আমি এর প্রতিবাদ করেছি। কারণ, নির্বাচকদের পুরো স্বাধীনতা না দিলে তারা কখনোই ভালো করতে পারবে না। পরিকল্পনা করে কাজ করতে পারবে না।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...