বুধবার, ৭ মার্চ, ২০১২

বর্তমান বিশ্বে ক্রীড়া ও কারিগরী শিক্ষার গুরত্ব অকল্পনীয় ……..সাইমুম সরওয়ার কমল

হাসান তারেক মুকিম, রামু
ইসলামপুর নতুন অফিস ক্রিড়া সংস্থার উদ্যোগে আয়েজিত এন এফ এল গোল্ডকাপ র্টনামেন্টের ফাইনালে ন্যাশনাল ক্রিড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩ টায় নতুন অফিস মাঠে টূনামেন্টের ফাইনালে কৈলাশঘোনা ফুটবল একাদশ বাঁশকাটা ও ন্যাশনাল কক্স ক্রিড়া সংস্থার মধ্যকার খেলায় ন্যাশনাল কক্স ক্রিড়া সংস্থা ২ গোলে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন মোঃ কাশেম,সহকারী ছিলেন মোঃ হামিদ ও ছৈয়দ । খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের মহাজোট প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন বর্তমান বিশ্বে ক্রিড়া ও কারিগরী শিক্ষার গুরত্ব  অকল্পনীয়। তিনি বলেন,পড়া লেখার পাশাপাশি মেধা ও মননশীলতা বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে, মানুষকে যাবতীয় অপকর্ম থেকে দুরে রাখে ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। পুরস্কার বিতরনী অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসিউর রহমান ও মনজুর আলম,ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম,সাধারন সম্পাদক ছৈয়দ আলম,সদর আওয়ামীগ নেতা ডাঃ আবদুল কুদ্দুস,রামু কাউয়াখোপ চেয়ারম্যান শামশুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবেদ সুলতান,আবু বক্কর সিদ্দিক, টূনামেমেন্টের সভাপতি মোঃ ওসমান, সাধারন সম্পাদক মোঃ মিজান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...