বুধবার, ৭ মার্চ, ২০১২

রামু প্রেসকাব সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়ার প্রয়াত পিতার সাপ্তাহিক সংঘদান সম্পন্ন

I সংবাদ বিজ্ঞপ্তি II
রামু প্রেসকাবের সাধারণ সম্পাদক সুনীল বড়–য়ার পিতা প্রয়াত বীরেন্দ্র বড়–য়ার সাপ্তাহিক ক্রিয়া উপলে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান গত বুধবার (৭ মার্চ) সকাল ৯ টায় রামু শ্রীকুল মৈত্রী বিহারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্য পন্ডিত সত্যপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথির
ধর্মদেশনা করেন ভারতের বম্বে অজান্তা বৌদ্ধ বিহারের অধ্য ভদন্ত সংঘরতœ মহাথের। প্রয়াতের কর্মময় জীবন ও উর্ধগতি কামনায় পুণ্যদান করে ধর্মদেশনা করেন ভদন্ত পাঞাদ্বীপা মহাথের, পাঞাচারা মহাথের, করুনাশ্রী থের, প্রজ্ঞাবোধি থের, প্রজ্ঞানন্দ শ্রামন প্রমুখ ভিুসংঘ। এতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক,রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য আব্দুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্য  নিজামুল হক কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, রামু প্রেসকাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার জেলার সাংবাদিকদের মধ্যে মহসিন শেখ, ইব্রাহীম খলিল মামুন,রাশেদুল মজিদ, রামু প্রেস কাবের সাবেক সভাপতি দর্পণ বড়–য়া, রামু পরিবেশ সায়বাদিক ফোরামের সভাপতি খালেদ শহীদ, রামু প্রেসকাব সহ-সভাপতি ও রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, যুগ্ম সম্পাদক কাজী এম এ.এ. মামুন, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু,সদস্য ওবাইদুল হক নোমান, এম সেলিম, রামু নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক মিজানুল হক, আবু বক্কর ছিদ্দিক, শাহ আলম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আতœীয়-স্বজন, শুভাকাংখি-শুভানুদ্ধায়ীরা অংশ নেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...