বুধবার, ৭ মার্চ, ২০১২

রামুতে “তৃণমূল একুশে সংলাপ” ধারন অনুষ্ঠানের আলোচকরা ॥ রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়হীনতার কারনেই রামু উপজেলা উন্নয়ন বঞ্চিত হচ্ছে


॥ খালেদ শহীদ ॥
রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়হীনতার কারনেই রামু উপজেলা উন্নয়ন বঞ্চিত হচ্ছে। নেতৃত্বে একে অপরকে মেনে নিতে না পারার সমস্যাটাই প্রধান কারন হয়ে দাঁড়িয়েছে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে। দ্বন্দ ভুলে গিয়ে উপজেলার শি¶v ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল উন্নয়ন কর্মকান্ডে সরকারি, বিরোধীদল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
গতকাল ৭ মার্চ পড়ন্ত বিকালে কক্সবাজারের
রামু উপজেলা পরিষদস্থ শহীদ মিনার প্রাঙ্গনে একুশে টেলিভিশন আয়োজিত “তৃণমূল একুশে সংলাপ” ধারন অনুষ্ঠানের আলোচকরা একযোগে উপরোক্ত কথা বলেন।
 “তৃণমূল একুশে সংলাপ” উপস্থাপক ড. রওনক সরওয়ার সঞ্চালিত আয়োজনে মুল আলোচক ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু বিএনপি সভাপতি আহমেদুল হক চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, নাই্যংছড়ি হাজ্বী এম এ কালাম  ডিগ্রী কলেজের অধ্যাপক নীলোৎপল বড়–য়া।
এতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম, বিএনপি সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেসকাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, সাংস্কৃতিককর্মী মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী মুজিবুর রহমান বেলাল, শিক নাজনীন আক্তার মেরী, হোসনেআরা, সাবেক মহিলা মেম্বার মনোয়ারা ইসলাম নেভী, গর্জনীয়া কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মহিবুল্লাহ চৌধুরী জিল্লু । অনুষ্ঠান ধারনে সার্বিক সহযোগী ছিলেন রামু নিউজ ডটকমের বার্তা সম্পাদক সোয়েব সাঈদ।  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...