বুধবার, ২৮ মার্চ, ২০১২

ঈদগাঁও গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ইসালামাবাদের জয়লাভ

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ইসলামাবাদ ইউনিয়ন খেলোয়াড় সমিতি জয় পেয়ে সেমি ফাইনালে উঠেছে। স্থানীয় হাইস্কুল মাঠে ২৭ ফেব্র“য়ারী পড়ন্ত বিকেলে এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতাল ১-০ গোলে পরাজিত হয়। প্রথমার্ধের শেষের দিকে ইসলামাবাদ পক্ষের দূর্দান্ত খেলোয়াড় জয়নাল একমাত্র গোলটি করে সেমি ফাইনালে উঠা নিশ্চিত করে। খেলা পরিচালনা করেন আবদুল মজিদ খাঁন। ধারাভাষ্যে ছিলেন সাকলাইন মোস্তাক। খেলা উপভোগ করেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল হক কোং, মেম্বার বশির আহমদ প্রমুখ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...