॥রামু নিউজ ডেস্ক॥
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায়
বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ
গঠনের শুনানি শুরুর জন্য ২৪ এপ্রিল দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল।
জিয়াউর রহমানের আমালের এই মন্ত্রীর
জামিনের মেয়াদও ওই দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। জিয়াউর রহমানের আমালের এই মন্ত্রীর
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে আব্দুল আলীমের উপস্থিতিতে এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের তথ্য উপাত্তের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো।
আলীমের আইনজীবী ব্যারিস্টার মুন্সি আহসান কবীর এ সময় জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে প্রসিকিউটর রানা দাশগুপ্ত এর বিরোধিতা করেন।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত আগের শর্তেই ২৪ এপ্রিল পর্যন্ত জামিন বাড়ানোর আদেশ দেয়।
প্রসিকিউশন গত ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেয়।
এই বিএনপি নেতার বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গতবছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। এরপর বেশ কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।