॥ রামু নিউজ রিপোর্ট ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রামু লেখক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দু’আ মাহফিল ২৬ মার্চ, বেলা ১১টায় রামু বাইপাসস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এম. আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, নির্বাহী সদস্য হাফেজ আশিক উল্লাহ আরমান, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন, নির্বাহী সদস্য মঈন উদ্দিন মামুন। এতে প্রধান আলোচক ছিলেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক আখতারুল আলম, বিশেষ আলোচক ছিলেন রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য কবি এম. সুলতান আহমদ মনিরী, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আমার দেশ পাঠক মেলা রামু’র সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, শহীদুল্লাহ, আব্দুল মালেক প্রমূখ। সভায় বক্তারা বলেন, নানামূখী আগ্রাসনে আমাদের মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। নব্বই শতাংশেরও অধিক মুসলিম অধ্যুষিত এই দেশে ইসলামী ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সভ্যতা, চিহ্নকে আজ হেয় প্রতিপন্ন এবং প্রত্যক্ষভাবে আঘাত করা হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সীমান্তে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কিশোরী ফেলানির লাশ কাটাতারে ঝুলন্ত দেখা গেলেও এমনকি সীমান্ত হত্যার ঘটনা নিত্যনৈমত্তিক ঘটনায় পরিনত হলেও সরকার বিন্দুমাত্র প্রতিবাদও করছেনা। ভারত অভিন্ন নদীর পানি একের পর এক প্রত্যাহার করে বাংলাদেশকে পানি বঞ্চিত করলেও উল্টো বর্তমান সরকার প্রবাহমান তিতাস নদীতে বাঁধ নির্মাণ করে ভারতীয় পরিবহন চলাচলের সুযোগ করে দিয়ে দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। আজ দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। এসব সঙ্কট থেকে উত্তরণে স্বাধীনতাকে অর্থবহ করার বিকল্প নেই। তাই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাÑসার্বভৌমত্ব সমুন্নত রাখার প্রত্যয়ে সকল দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হতে হবে। সভা শেষে শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা