॥ স্টাফ রিপোর্টার, টেকনাফ ॥
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে দায়িত্ব পালনকারী এসিএফ নামে এক এনজিও সংস্থায় ভূয়া সার্টিফিকেট দিয়ে হেল্থ এ্যাডুকেটর হিসেবে দীর্ঘ দিন ধরে চাকুরি করে যাচ্ছে বলে হোসনা বেগম নামের এক মহিলার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারের তারাবনিয়াছড়া এলাকার সাজেদুর
রহমানের স্ত্রী ঐ হোসনা বেগম এসএসসি পাশ হলেও কিন্তু তিনি এইচএসসি ও ডিগ্রী পাশের ভূয়া সনদ জমা দিয়েছেন এনজিও সংস্থা এসিএফ কার্যালয়ে। সার্টিফিকেট জালিয়াতি ঘটনাটি ফাঁস হলে রোহিঙ্গা শিবির তথা টেকনাফ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। টেকনাফের ক্ষুব্ধ একাধিক ব্যক্তি জানান, স্থানীয় বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী আসল সার্টিফিকেট নিয়ে চাকুরি পাচ্ছেনা। অথচ এ মহিলা জাল সার্টিফিকেট দেখিয়ে চাকুরি হাতিয়ে নেয়ার পেছনে কী রহস্য রয়েছে, তা-খতিয়ে দেখার দাবী উঠেছে স্থানীয়ভাবে। অভিযোগ রয়েছে, এসিএফ সংস্থায় চাকুরিরত এক কর্মকর্তাকে মোটা অংকের উৎকোচ ধরিয়ে দিয়ে হোসনা বেগম হাতিয়ে নিয়েছে ঐ সোনার হরিণ! ঐ মহিলা এসিএফ সংস্থার চাকুরির সুবাদে অনেক যুবকের সঙ্গে প্রতারণও করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যপারে ওই এনজিও সংস্থার প্রজেক্ট ম্যানেজার নাছের জরিফের মুঠোফোনে (০১৯১৮৯০৩৮৯২) একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।