॥ ঈদগাঁও প্রতিনিধি ॥
কক্সবাজারের
ইসলামপুরে খাদে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ মার্চ বিকেলে
ইউনিয়নের দণি খাঁন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকেলে
দণি খাঁনঘোনারমোস্তাক আহমদের শিশু কন্যা মোস্তারিন তাবাচ্ছুম পুস্প (১) পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পার্শ্বের খাদে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর মৃত্যু অবস্থায় ঐ খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।