বুধবার, ২৮ মার্চ, ২০১২

রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত বিশেষ ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

॥ হাসান তারেক মুকিম,রামু ॥  
রামু উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব গঠিত বিশেষ ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ মার্চ সকাল ১১টায় বিদ্যায়ের অফিস কক্ষে কমিটির সভাপতি ছৈয়দ আলম সওদাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)আব্দুর রহিম,সদস্য
মোস্তাক আহমদ,নুরুল কবির হেলাল,নাছির উদ্দিন মাহমুদ গৌড়ি,শিক্ষক প্রতিনিধি মফিজুল ইসলাম,ছৈয়দুল আলম। সভায় নব গঠিত কমিটির সভাপতি ছৈয়দ আলম সওদাগর ও অগ্রাধিকার ভিত্তিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহিমকে বিদ্যালয়ের যাবতীয় হিসাব নিকাশের জন্য ব্যাংকিং খাত পরিচালনার দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া  বিদ্যালয়ের বিভিন্ন খাত পরিচালনার জন্য উন্নয়ন কমিটি,চুক্তিনামা,মসজিদ উপকমিটি,অভ্যন্তরিন নিরীক্ষাসহ বিভিন্ন উপকমিটি গ্রঠন ও বিদ্যালয়ের প্রবীন শিক্ষক সৈয়দ আলমের চাকরির মেয়াদ ১ বছরের জন্য বাড়ানো এবং বিদ্যালয়ের স্কাউট গ্র“পকে সমাবেশে প্রেরনের জন্য সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় প্রাক্তন কমিটির বিরুদ্ধে ২১মাসের কোন হিসাব বিদ্যালয়ের হিসাব খাতায় লিপিবদ্ধ না করায় চরম অনিয়মও ধরা পড়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির সদস্যরা। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রহিম জানান আমি নির্বিকার।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...