বুধবার, ২৮ মার্চ, ২০১২

উখিয়ায় ২বসত বাড়ীতে ডাকাতি : ৪লাখ টাকার মালামাল লুট

॥ নিজস্ব প্রতিবেদক ॥  
কক্সবাজারের উখিয়ার রূপপতি গ্রামে (সোমবার (২৬ মার্চ) রাত ১১ টার  দিকে ১০/১২ জনের অস্ত্রধারী ডাকাত দল ২টি বসত ঘরে ডাকাতি সংঘঠিত করে স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করেছে। অস্ত্রধারী ডাকাতরা শাহেদা বেগম (৩২) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম
করেছে।
অভিযোগে প্রকাশ, ডাকাত  দল প্রথমে মৃত আব্দুল করিমের ছেলে জাফর আলমের বসত ঘরে হানা দিয়ে গৃহবধু শাহেদা বেগম (৩০) কে কুপিয়ে জখম করে নগদ ৩২ হাজার টাকা, ৩ভরি স্বর্ণের অলংকার ও মূল্যবান মালামাল নিয়ে পার্শ্ববতী এলাত হোসেনের বাড়ীতে হানা দেয়। এসময় ডাকাত দল গৃহ কর্তা এলাত হোসেন (৪০) সহ তার পরিবারের লোকজনদের মারধর করে নগদ টাকা স্বর্ণের অলংকার সহ ২লাখ টাকার মালামাল নিযে যায়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১ডাকাতকে গ্রেপ্তার করলে ও বাকীরা পালিয়ে যায়। এব্যাপারে ধৃত ডাকাতের জবানবন্দিতে উখিয়া থানায় একটি মামলা হয়েছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...