॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামী ৩০মার্চ, জুমাবার কক্সবাজার ঐতিহাসিক পাবলিক হল ময়াদানে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, হ্নীলা জামেয়া দারুচ্ছুন্নাহর শায়খুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (ছদর সাহেব হুজুর)। প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, জামিয়া
আহলিয়া হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, পীরে কামেল, আল্লামা শাহ আহমদ শফী। প্রধান বক্তা থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, সিলেট। বিশেষ বক্তা থাকবেন, জামিয়া ইসলামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ, জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ আইয়ুব, আল্লামা মুজিবুর রহমান, ঢাকা, চট্টগ্রাম এম.ই.এস কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম খালেদ হোসেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামী ৩০মার্চ, জুমাবার কক্সবাজার ঐতিহাসিক পাবলিক হল ময়াদানে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, হ্নীলা জামেয়া দারুচ্ছুন্নাহর শায়খুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (ছদর সাহেব হুজুর)। প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, জামিয়া
এই সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল ২৭মার্চ, মঙ্গলবার, বিকাল ৩টায় জোয়ারিয়ানালা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হেফাজত ইসলামের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল হক। আলোচনায় অংশ নেন, মাওলানা হাফেজ কামাল আহমদ, মাওলানা শামশুল হক, মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শামশুল হক (নসীম), মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী, মাওলানা কাজী এরশাদুল্লাহ, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মাওলানা সোহাইল প্রমুখ। নেতৃবৃন্দ ৩০মার্চ ইসলামী মহাসম্মেলনে সতঃস্ফুর্তভাবে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।