বুধবার, ২৮ মার্চ, ২০১২

আজ চট্টগ্রামে আওয়ামীলীগের মহাসমাবেশ : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চার হাজার পুলিশ

রামু নিউজ ডেস্ক
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় বন্দরনগরী চট্টগ্রামে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে প্রায় দেড় হাজার পুলিশ মঙ্গলবার রাতেই নগরীর বিভিন্ন স্পটে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
এছাড়া বাকি পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে পলোগ্রাউন্ডসহ প্রধানমন্ত্রীর সফরের নির্ধারিত স্থানে দায়িত্ব পালন করবেন। এর বাইরে মহাসমাবেশস্থলে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হচ্ছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘নগরে এমনিতেই দেড় হাজার পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করেন। বাকি আড়াই হাজার পুলিশ অতিরিক্ত হিসেবে মোতায়েন করা হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, মহাসমাবেশস্থলের প্রবেশপথ থেকে সমাবেশস্থল পর্যন্ত পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া কাউকে সন্দেহ হলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।

এদিকে মঙ্গলবার রাত থেকে নগরের বিভিন্ন মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। প্রকল্পগুলোর আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে শিশুপার্কও বন্ধ করে দেওয়া হয়েছে।

নগর পুলিশের উপ-সহকারী কমিশনার (সদর) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘চার হাজার পুলিশের মধ্যে ৯৬০ জন বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে। বাকি সদস্যরা সিএমপি’র।’

প্রধানমন্ত্রী বুধবার সকালে হেলিকপ্টারে চড়ে বন্দর এলাকায় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশের মাঠে অবতরণ করবেন। এরপর তিনি চট্টগ্রাম বন্দর ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার দৈর্ঘের উড়ালসড়কের উদ্বোধন করবেন।

একই জায়গা থেকে একে একে আরও তিনটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পগুলো হচ্ছে, পাঁচলাইশ থানার এশিয়া হাইওয়ের পাশে ১০তলা ভবন, বন্দরে চার হাজার কর্মজীবী নারীর জন্য ডরমিটরি ও ফটিকছড়ির হালদা নদীতে রাবার ড্যাম।

বিকেলে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ড থেকে উদ্বোধন করবেন তিনটি বিদ্যুৎ প্রকল্পের। প্রকল্পগুলো হচ্ছে, সাঙ্গু ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও জুলদা ১০০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্ট।

এরপর প্রধানমন্ত্রী মহাসমাবেশে বক্তৃতা করবেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...