বুধবার, ২৮ মার্চ, ২০১২

ঈদগাঁওতে যুবকের আত্মহত্যা

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
কক্সবাজার ঈদগাঁওতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। ২৮ মার্চ সকালে চান্দেরঘোনায় ঘটনাটি ঘটে। জানা গেছে পারিবারিক মনোমালিন্যের জের ধরে ঈদগাঁও চান্দেরঘোনার সৌদিপ্রবাসী নুরুল আজিমের
বড় ছেলে বেদারুল ইসলাম (২২) বুধবার সকালে নিজ বাড়িতে ফাঁসি টাঙ্গিয়ে তাতে ঝুলে আত্মহত্যা করে। তার চাচা ছুরুত আলম এ অবস্থা দেখে তাকে অন্যদের  সহায়তায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের আইসি ও টু-আইসি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...