বুধবার, ২৮ মার্চ, ২০১২

ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় ইট ভাটা পাহারাদার নিহত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ 
মহাসড়কের ঈদগাঁওতে দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নিহত হয়েছে এক ইট ভাটার পাহারাদার। ২৬ মার্চ রাত ৮টায় মেহেরঘোনায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম (৪৫) উক্ত এলাকার মৃত নজির আহমদের পুত্র। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্রে
জানা যায়, ঈদগাঁও বিমান মৌলভীর ইট ভাটার যানবাহন পাহারাদার ফরিদুল আলম ঘটনার দিন রাতে মহাসড়কের মেহেরঘোনা নামক স্থানে রিক্সা থেকে নামার সময় দ্রুতগামী একটি ডাম্পার গাড়ি তাকে স্বজোরে ধাক্কা দেয়। চালক গাড়িটি বেপরোয়া চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।  গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্থানীয় ভাবে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...