॥ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ॥
রামুতে কমান্ডো স্টাইলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান মালিককে হাত-পা বেঁধে অভিনব কৌশলে চুরি সংগঠিত করা হয়েছে। জানা গেছে, রামু উপজেলাস্থ কৃষি ব্যাংকের সামনে নুরুল হক চৌধুরীর মালিকানাধীন মার্কেটে একটি খাবার দোকানে ২৮ মার্চ মধ্য রাতে একদল চোর ও মাতাল শ্রেণীর লোক প্রবেশ
করে দোকানকার মোহাম্মদ হোসেনকে হাত-পা বেধে নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল লুট করে পালিয়ে যায়। রামুতে কমান্ডো স্টাইলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান মালিককে হাত-পা বেঁধে অভিনব কৌশলে চুরি সংগঠিত করা হয়েছে। জানা গেছে, রামু উপজেলাস্থ কৃষি ব্যাংকের সামনে নুরুল হক চৌধুরীর মালিকানাধীন মার্কেটে একটি খাবার দোকানে ২৮ মার্চ মধ্য রাতে একদল চোর ও মাতাল শ্রেণীর লোক প্রবেশ
দোকান মালিক মোহাম্মদ হোসেন জানান, প্রতিদিনের মতো দোকানের বেচাকেনা শেষ করে তিনি দোকানে ঘূমিয়ে পড়েন। এ অবস্থায় মধ্য রাতে দুস্কুতকারি ওই পেশাদার চোররা হানা দিয়ে তাকে বেধে নগদ টাকা, মোবাইল ও দোকানের মালামাল লুট করে। এ ঘটনায় তার প্রায় অর্ধ লক্ষ টাকা চুরি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো জানান, কিছু দিন ধরে মন্ডল পাড়ার কিছু দুস্কৃতকারি মাতাল তার দোকানে হানা দেবার চেষ্টাসহ প্রায় সময় তাকে দোকানে এসে তার উপর নির্যাতন চালাত। আমার সন্দেহ সুযোগ না পেয়ে এবং বাঁধার সম্মুখীন হয়ে ওই চোর-অপরাধীরাই এ চুরি সংগঠিত করে। তিনি এ চুরির ঘটনায় বণিক সমিতিকে অবহিত করেছেন। তাছাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাশ্ববর্তী এক দোকানদার জানান, চিহ্নিত কিছু চোর-মাতাল ছেলেরা মধ্য রাতে চলাফেরা করতে দেখা গেছে। ব্যবাসীয়ীদের সন্দেহ এরাই এ চুরির ঘটনা ঘটিয়েছে।
একাধিক ব্যবসায়ীরা জানান, আমরা বণিক সমিতির আওতাভুক্ত। কিন্তু এ সমিতির রাতের নাইট গার্ড থাকা সত্বেও তার গাফেলতির কারণে প্রায় চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা আরো জানান, এ সমস্ত চুরির ঘটনায় পাহারাদারদেরও সম্পৃক্ততা থাকতে পারে।
এ বিষয়ে বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ফেরদৌস জানান, চুরির ঘটনাটি সত্য। পাহারাদারেরা যেন আরো বেশি দায়িত্ববান হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা হবে। চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সচেতন মহল জানান, রামুর প্রাণকেন্দ্রে এ সমস্ত চুরির ঘটনায় ব্যবসায়ীরা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখন কার দোকানে চুরি হয় সে আতংকে থাকতে হচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রামু থানার হস্তক্ষেপ দরকার।